নতুন কোর্স প্যাকেজ ! কোড “school247” ব্যবহার করে প্রথম কেনাকাটায় ৩০% ছাড়!

0

Shopping cart

Close

No products in the cart.

নীতি

কনটেন্ট নির্দেশিকা ও কমিউনিটি মানসমূহ

School247-এ আপনাকে স্বাগতম! আমাদের প্ল্যাটফর্ম সকল ব্যবহারকারীর জন্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কনটেন্টের গুণগত মান ও সততা বজায় রাখার জন্য আমরা নিম্নলিখিত কনটেন্ট নীতিমালা নির্দেশিকা প্রণয়ন করেছি:

১। নিষিদ্ধ কনটেন্ট:

  • বিদ্বেষপূর্ণ ভাষা ও বৈষম্য: জাতি, ধর্ম, লিঙ্গ, যৌন প্রবণতা, প্রতিবন্ধিতা বা অন্যান্য সুরক্ষিত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা, বৈষম্য বা সহিংসতা উস্কে দেওয়া কনটেন্ট কঠোরভাবে নিষিদ্ধ।

  • অবৈধ বা ক্ষতিকর কার্যকলাপ: অবৈধ কার্যকলাপ, সহিংসতা, আত্মহত্যা বা অন্যের ক্ষতির প্রচার করা কনটেন্ট আমাদের প্ল্যাটফর্মে গ্রহণযোগ্য নয়।

  • অনুচিত বা আপত্তিকর বিষয়বস্তু: যৌন কাব্যিক, অশ্লীল বা আমাদের শিক্ষামূলক সম্প্রদায়ের জন্য অযথা অনুপযুক্ত যেকোনো কনটেন্ট নিষিদ্ধ।

২। কপিরাইট এবং বৌদ্ধিক সম্পত্তি:

  • কপিরাইটের সম্মান: ব্যবহারকারীদের কপিরাইট আইন এবং বৌদ্ধিক সম্পত্তি অধিকার সম্মান করতে হবে। যথাযথ অনুমতি ছাড়া কপিরাইটকৃত কনটেন্ট পোস্ট বা শেয়ার করা নিষিদ্ধ।

  • মূল কনটেন্ট: ব্যবহারকারীদের নিজস্ব মৌলিক কনটেন্ট তৈরি ও শেয়ার করার জন্য উৎসাহিত করা হয়, এবং তৃতীয় পক্ষের কনটেন্ট শেয়ার করলে সঠিক উৎস উল্লেখ করতে হবে।

৩। একাডেমিক সততা:

  • নকল ও প্রতারণা: নকল, প্রতারণা বা অনুমোদনহীন উপকরণ বা তথ্য ব্যবহারসহ একাডেমিক অসততা কঠোরভাবে নিষিদ্ধ।

  • বিশ্বাসযোগ্য উৎস: একাডেমিক কাজ বা গবেষণা উপস্থাপনের সময় ব্যবহারকারীদের বিশ্বাসযোগ্য উৎস ব্যবহার করতে হবে এবং যথাযথ রেফারেন্স দিতে হবে

৪। ব্যবহারকারীর আচরণ:

  • শ্রদ্ধাশীল আচরণ: ব্যবহারকারীদের অন্যদের সাথে শ্রদ্ধাশীল ও ভদ্রভাবে আচরণ করতে হবে। হয়রানি, বুলিং বা অশান্তিপূর্ণ আচরণ সহ্য করা হবে না।

  • নীতিমালা মেনে চলা: ব্যবহারকারীদের আমাদের প্ল্যাটফর্মের সব নীতিমালা ও নির্দেশিকা, যেমন সার্ভিস শর্তাবলী এবং গোপনীয়তা নীতি মেনে চলতে হবে।

৫। লঙ্ঘন রিপোর্ট করা:

যদি আপনি এমন কোনো কনটেন্ট দেখেন যা আমাদের কনটেন্ট নীতিমালা লঙ্ঘন করে, অনুগ্রহ করে তা অবিলম্বে আমাদের মডারেশন টিমকে রিপোর্ট করুন। আমরা সব রিপোর্ট গুরুত্বসহকারে বিবেচনা করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, যার মধ্যে লঙ্ঘনকারী কনটেন্ট সরানো এবং/অথবা ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করা থাকতে পারে।

৬। প্রয়োগ:
আমাদের কনটেন্ট নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে অবস্থা অনুযায়ী সতর্কতা, অ্যাকাউন্ট স্থগিতকরণ অথবা বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

৭। যোগাযোগ করুন:
যদি আমাদের কনটেন্ট নীতিমালা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকে অথবা মনে করেন আপনার কনটেন্ট ভুলবশত সরানো হয়েছে, তাহলে সাহায্যের জন্য আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।

আমাদের শিক্ষামূলক সম্প্রদায়ের অংশ হওয়ার জন্য এবং একটি ইতিবাচক ও গঠনমূলক শিক্ষার পরিবেশ বজায় রাখতে সহায়তা করার জন্য ধন্যবাদ!